⧪ ঠিকানাঃ রাণীর হাট, শাজাহানপুর, বগুড়া - ৫৮০০ ⧪ EIIN no: ১১৯২৯৮
প্রাতিষ্ঠানিক ইতিহাস

জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা

মাদ্রাসা শব্দটি আরবী যা বাংলায় বিদ্যালয়, পাঠশালা, শিক্ষা নিকেতন ইত্যাদি অর্থে ব্যাবহারিত হয়। মাদ্রাসা শব্দটি এমন একটি নাম যা শুনা মাত্র প্রকৃত মুসলমানদের মনে একটা অনুপম অনুভূতি ও শ্রোদ্ধাভাব জেগে উঠে যা বিদ্যালয় শব্দে হয় না। অর্থাৎ মাদ্রাসা মানেই আল্লাহ, রাসুল, দ্বীন, আখেরাত, কোরআন, হাদিস ইত্যাদির সাথে পরিচয় করার স্থান। যদিও বর্তমান কালে স্কুল কলেজের যাবতীয় পুস্তকও মাদ্রাসায় পড়ানো হয়। তারপরেও পবিত্র কোরআন, হাদিসের শিক্ষাই প্রাধান্য পায়। তাই মাদ্রাসার মুহাব্বত মুসলমানদের একটি সহজাত তথা জন্মসূত্রে গাঁথা।

academic

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাকে এক যুগের বেশি সময় ধরে সুনাম ও সুখ্যাতির সাথে বগুড়া জেলাধীন শাজাহানপুর উপজেলার অতি সুপ্রাচীন ঐতিহ্যবাহী সুনামধন্য জোড়া কামিল মাস্টার্স মাদ্রাসায় অধ্যক্ষ পদে অধিস্ট রেখেছেন। দরুদ ও সালাম প্রকাশ করছি প্রিও নবী ও রাসুল (সাঃ) এর উপর যিনি সমস্ত মানব জাতীর জন্য রহমত ও হেদায়েতের প্রতিক। যার দেখানো পথই আমাদের একমাত্র পথ।


প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠান দেশ, জাতি ও মানবতার কল্যাণে এবং বিশেষ ধর্মীয় ও আধুনিক শিক্ষা বিস্তারে অশেষ অবদান রেখে আসছে। এ মাদ্রাসা সর্বদা যুগের চাহিদা ও সময়ের দাবির সাথে সমন্বয় সাধন করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির যুগে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ডায়নামিক ওয়েবসাইট থাকা খুবই জরুরী। এরই ধারাবাহিকতায় একবিংশ শতাব্দীর ডিজিটাল বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা-এর নিজস্ব ডায়নামিক ওয়েবসাইট নতুন আঙ্গিকে চালু করতে যাচ্ছি, যা বাংলাদেশের মাদ্রাসা অয়নে আধুনিকতায় একধাপ এগিয়ে যাবে। আল্লাহর মেহেরবানিতে ওয়েবসাইট নতুন আঙ্গিকে চালু করতে পারায় আমরা আনন্দিত। মাদ্রাসার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও সর্বসাধারণ এই ওয়েবসাইট ব্রাউজ করে প্রয়োজনীয় তথ্যাবলী সম্পর্কে অবগত হতে পারবেন-ইনশাআল্লাহ।